প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
দিপুর হত্যাকাণ্ডের কাউকে ছাড় দেয়া হবে না: ময়মনসিংহের এসপি মিজান

ভালুকায় মব সৃষ্টি করে দিপু চন্দ্র দাসকে নৃশংস হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
হত্যার ঘটনায় নিহত দিপুর নিজ বাড়িতে ২৩ ডিসেম্বর মঙ্গলবার উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা প্রকাশ করেছেনপুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
ময়মনসিংহের তারাকান্দা থানার মোকামিয়াকান্দা গ্রামে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে মঙ্গলবার কথা বলেন পুলিশ সুপার। এ সময় তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশ্বস্ত করেন।
পুলিশ সুপার জানান, তাঁর সার্বিক নির্দেশনায় ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মব সৃষ্টি করে এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। ইতোমধ্যে ময়মনসিংহ জেলা পুলিশ পাঁচজন এবং র্যাব সাতজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও আরও কয়েকজন আসামিকে চিহ্নিত করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com